শনিবার, ০৩ মে, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৯ জুলাই ২০২১, ১৬:০০

কচুয়ায় তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোহাম্মদ মহিউদ্দিন, কচুয়া প্রতিনিধি
কচুয়ায় তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁদপুরের কচুয়ায় ৫ কেজি ৭শ ৫০ গ্রাম গাঁজা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত সিএনজিসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মহিউদ্দিনের নেতৃত্বে এসআই মামুন সরকার ও এসআই জাহাঙ্গীরসহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বাতাপুকুরিয়া ও তেতৈয়া এলাকা থেকে গাঁজসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- রাগদৈল গ্রামের ওমর গাজী বাড়ির মৃত আব্দুল খালেকের পুত্র গাজী মহসিন (৩৮), একই গ্রামের গাজী বাড়ির মৃত তাজুল ইসলামের পুত্র মিজানুর রহমান (৪০) ও তেতৈয়া গ্রামের মোল্লা বাড়ির মৃত মালেক মোল্লার পুত্র জহিরুল ইসলাম (৪২)।

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার বাতা পুকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী গাজী মহসিন ও গাজী মিজানুর রহমানকে কেজি গাঁজা ও মাদক কারবারে ব্যবহৃত সিএনজিসহ তাদেরকে গ্রেফতার করা হয়। একই দিন রাতে তেতৈয়া মধ্যপাড়া মোল্লা বাড়িতে অভিযান চালিয়ে জহিরুল ইসলামকে ৭শ ৫০ গ্রাম গাজাসহ গ্রেফতার করা হয়। পরদিন শুক্রবার তাদেরকে কোর্টে সোপর্দ করার মধ্যে দিয়ে জেল হাজতে প্রেরণ করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়