মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২১, ১৮:৩৬

চাঁদপুরে এইএসসি পরীক্ষার্থীরা পেতে যাচ্ছে ফাইজারের টিকা

অনলাইন ডেস্ক
চাঁদপুরে এইএসসি পরীক্ষার্থীরা পেতে যাচ্ছে ফাইজারের টিকা

চাঁদপুরে শুরু হতে যাচ্ছে শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া কার্যক্রম। মঙ্গলবার এইচএসসি পরীক্ষার্থী ২০০ জনকে ফাইজারের টিকা দেয়ার মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। তিনি ১৪ নভেম্বর অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে জেলা প্রশাসক বলেন, ফাইজারের টিকা এসেছে। ১৮ বছরের নিচে যাদের বয়স শিক্ষার্থীদের আমরা টিকা দেওয়া শুরু করব। এর জন্য আমরা একটি টিকা কেন্দ্র সিলেক্ট করেছি। এক্ষেত্রে আলামিন স্কুল এন্ড কলেজকে ঠিক করা হয়েছে। এর জন্য এখানে এসির ব্যবস্থা করা হয়েছে।স্কুল সভাপতি ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপুর সহযোগিতায় এই শিক্ষাপ্রতিষ্ঠানের ৬টি টিকা বুথের জন্য ৬টি এসির ব্যবস্থা করা হয়েছে।

জেলা প্রশাসক বলেন, আমাদের মন্ত্রী মহোদয় যদি সময় পান তাহলে আগামীকাল মঙ্গলবার থেকে এইচএসসি পরীক্ষার্থীদের দ্বারা করোনা টিকা দেয়া শুরু করা হবে। প্রথম দিন ২০০ জনকে দেওয়া হবে।

এদিকে, জেলা শিক্ষা অফিসার গিয়াস উদ্দিন পাটোয়ারী জানিয়েছেন, চাঁদপুর জেলার প্রায় ১৮ হাজার এইচএসসি শিক্ষার্থীকে করোনার এই টিকা দেওয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়