শনিবার, ১০ মে, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২১, ২২:০২

লেডী প্রতিমা বালিকা বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

বিমল চৌধুরী
লেডী প্রতিমা বালিকা বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান লেডী প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের অনুষ্টানিক উদ্বোধন করেছেন চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপুমনি। তিনি গতকাল ৩০ অক্টোবর শনিবার সকালে বিদ্যালয়ের নব নির্মিত উর্ধমুখী সম্প্রসারন একাডেমীক ভবনের উদ্বোধনের লক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে পৌছলে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ মোর্শেদা ইয়াসমিনসহ সহকারি শিক্ষক শিক্ষিকাবৃন্দ মন্ত্রীমহোদয়কে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। পরে তিনি একেডেমিক ভবনের আনুষ্টানিক উদ্ভোধন করেন।

এসময় চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগন্জ উপজেলা পরিষদ চেয়ারম্যন জাহিদুল ইসলাম রোমান, বিভাগীয় শিক্ষা প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন মজুমদার, জেলা শিক্ষা অফিসার মোঃ গিয়াস উদ্দিন পাটওয়ারী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, শিক্ষামন্ত্রীর চাঁদপুরস্থ প্রতিনিধি অ্যডঃ সাইফুদ্দিন বাবু, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, ইউপি চেয়ারম্যন মোঃ হযরত আলী, বিদ্যালয় পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দসহ অবিভাবক ও ছাত্রীদ্বয় উপস্থিত ছিলেন।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থিক সহায়তায় তৃতীয়তলা ফাউণ্ডেশনকৃত দ্বীতলভবনের প্রাথমিকভাবে একতলার কাজ সম্পন্ন হয়। এর নির্মান ব্যায় হয়েছে প্রায় ৯০ লাখ টাকা। ভবনটির নির্মানকাজ সম্পূর্নভাবে শেষ হলে শ্রেনীকক্ষ সংকট অনেকটা নিরষন হবে বলে শিক্ষামন্ত্রী ডাঃ দীপুমনি আশাবাদ ব্যাক্ত করেন। তিনি বলেন শিক্ষার মান উন্নয়নে প্রধানমন্ত্রী যথেস্ট আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন। আপনারা শিক্ষকরাও সেদিকে লক্ষ রাখবেন, শিক্ষিত জাতি গঠনে আপনাদের অবদান অনস্বীকার্য।

লেডী প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়টি বর্তমান সময় পূর্বের চেয়ে শিক্ষা কার্যক্রমে অনেকটাই এগিয়ে রয়েছে বলে জানা যায়। স্বাস্থ্যসেবা সহায়তার লক্ষে বিদ্যালয় বন্ধ থাকাকালীন বিদ্যালয় ভবনে করোনা প্রতিরোধক ভ্যাকসিন (ইন্জেকশান) প্রদান কার্যযক্রমে প্রধান শিক্ষক মোসাম্মৎ মোর্শেদা ইয়াসমিনের সহযোগিতা ছিল লক্ষনীয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়