মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ২২:৫৯

দিপু দাসের আত্মার শান্তি কামনায় কুমিল্লা ব্রহ্ম মন্দিরে বিশেষ প্রার্থনা

দিপু দাসের আত্মার শান্তি কামনায় কুমিল্লা ব্রহ্ম মন্দিরে বিশেষ প্রার্থনা
নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহের ভালুকায় দিপু চন্দ্র দাসের আত্মার সৎগতি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় কুমিল্লা নগরীর বাদুরতলা আনন্দ জয়দুর্গা আশ্রমে ( ব্রহ্ম মন্দিরে) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার আয়োজনে এ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

ওই প্রার্থনায় অংশ নেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার সভাপতি অমল চন্দ্র দত্ত ও সাধারণ সম্পাদক অচিন্ত্য দাশ টিটু, সহ-সভাপতি দীলিপ কুমার নাগ কানাই ও প্রচার সম্পাদক রিংকু ঘোষ এবং কুমিল্লা মহানগর ঐক্য পরিষদের আহবায়ক কমল চন্দ খোকন, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের কুমিল্লা ব্যুরো চীফ অধ্যাপক দীলিপ মজুমদার ও বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উল্লাস দে সহ অন্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য যে, গেলো বৃহস্পতিবার ময়মনসিংহের ভালুকায় জামিরদিয়ায় ‘পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড’ কারখানায় ধর্ম অবমাননার অভিযোগে দিপু চন্দ্র দাস (২৮) নামে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে নিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়