শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ২২:২৮

কুমিল্লা নব শালবন বৌদ্ধ বিহারে ২৪তম কঠিন চীবর দানোৎসব

কুমিল্লা নব শালবন বৌদ্ধ বিহারে ২৪তম কঠিন চীবর দানোৎসব
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে

ধর্ম উপদেষ্টা প্রফেসর ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সুশাসনের জন্যে নির্বাচন অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে সরকার এগিয়ে যাচ্ছে। সরকার ঘোষিত তারিখে ফেয়ার ফ্রী নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার কাজও সরকার করে যাচ্ছে। এ নির্বাচনের মাধ্যমে ম্যান্ডেটপ্রাপ্ত দলকে ক্ষমতা হস্তান্তর করে পুরোনো ঠিকানায় ফিরে যাবো। এর মাধ্যমে সাংবিধানিক ধারাবাহিকতা বহাল থাকবে। নির্বাচন না হলে নানা ধরনের অস্থিরতা দেখা দিতে পারে।

শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নব শালবন বৌদ্ধ বিহারে আয়োজিত ২৪তম শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠানে শালবন বৌদ্ধ বিহারে ইন্টারন্যাশনাল মেডিটেশন সেন্টার ও ফ্রি ফ্রাইডে ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে কর্মবীর শ্রীমৎ শীলভদ্র মহাথেরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক উপদেষ্টা প্রফেসর আ ফ ম খালিদ হোসেন।

সাবেক বিআরডিবি কর্মকর্তা ও উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্যামল সিংহ ও জিতসেন বড়ুয়া'র সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন ইঞ্জি. রানা প্রসাদ বড়ুয়া এবং স্বাগত বক্তব্য রাখেন চিনি শিল্প কর্পোরেশনের ইলেকট্রিক্যাল জি.এম. ও উদযাপন কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার স্বপন চন্দ্র সিংহ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর মো. হায়দার আলী, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক, বার্ডের সাবেক ভারপ্রাপ্ত মহাপরিচালক বিজয় বড়ুয়া, নব শালবন বৌদ্ধ বিহার প্রতিষ্ঠার অন্যতম রূপকার কর্নেল সুমন বড়ুয়া, পিজি হাসপাতালের সাবেক প্যাথলজি বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ডা. অসীম রঞ্জন বড়ুয়া, ঢাকা হলি ফ্যামিলি হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. দিপী বড়ুয়া, ট্রাস্টি রাজীব কান্তি বড়ুয়া ও সাবেক ট্রাস্টি জ্যোতিষ সিংহ খোকন।

এতে সদ্ধর্ম দেশনা করেন শ্রীমৎ প্রজ্ঞাশ্রী মহাথের, শ্রীমৎ প্রজ্ঞাজ্যোতি মহাথের ও শ্রীমৎ বিশুদ্ধানন্দ মহাথের।

এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ মো. সফিকুর রহমান, সাংবাদিক অশোক বড়ুয়া, অধ্যক্ষ নিখিল চন্দ্র রায়, রোটা. এনামুল হক জুয়েল ও চন্দন দাসসহ হাজারো নর-নারী।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন উদযাপন কমিটির প্রধান সমন্বয়কারী সুমির বড়ুয়া তপু। সমগ্র অনুষ্ঠান তত্ত্বাবধানে ছিলেন উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক বিআরডিবি কর্মকর্তা শ্যামল সিংহ।

সবশেষে (৩য় পর্বে) বিশ্ব শান্তি কামনায় ফানুস উত্তোলন ও সমবেত প্রার্থনা করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়