বুধবার, ০১ অক্টোবর, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০৩:১৩

অগ্নিকাণ্ড রোধে সতর্ক ফায়ার সার্ভিস

শ্রীনগরের দুর্গোৎসবে 'জিরো টলারেন্স' নীতি!

আব্দুল মান্নান সিদ্দিকী
শ্রীনগরের দুর্গোৎসবে 'জিরো টলারেন্স' নীতি!

মুন্সীগঞ্জের শ্রীনগরে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে পূজামণ্ডপগুলো পরিদর্শন করেছে ফায়ার সার্ভিস।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার মোট ৮৫টি পূজামণ্ডপ পরিদর্শন করেন শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন। এ সময় প্রতিটি পূজামণ্ডপে কমিটির সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে দেওয়ান আজাদ হোসেন বলেন, “দুর্গোৎসব চলাকালে অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্ঘটনা মোকাবিলায় বাড়তি সতর্কতা গ্রহণ জরুরি।” এজন্য প্রতিটি পূজামণ্ডপে অগ্নিনির্বাপক যন্ত্র রাখা হয়েছে এবং এর ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। একই সঙ্গে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের জরুরি ফোন নম্বর (০১৯০১০২০৯৩৪) দৃশ্যমান স্থানে ব্যানার বা ফেস্টুনে ঝুলিয়ে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, দুর্গোৎসবের সময় দ্রুত সাড়া দেওয়ার সুবিধার্থে পূজামণ্ডপের গেইট বা তোরণ যথাযথ উচ্চতা ও প্রশস্ততা বজায় রেখে নির্মাণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ বছর শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়নে মোট ৮৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়