বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫২

শ্রীনগরে সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আব্দুল মান্নান সিদ্দিকী
শ্রীনগরে সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মুন্সিগঞ্জের শ্রীনগরে এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) আয়োজিত

“সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় ও সহযোগিতা জোরদারকরণ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

১৭ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিন।

সভায় সভাপতিত্ব করেন এডাব মুন্সিগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব, ফেন্ডস্ সমাজকল্যাণ সংসদের চেয়ারম্যান ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগঠক মো. জসিম মোল্লা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. ফজরুল ইসলাম, উপজেলা সহকারী সমাজসেবা অফিসার ওবায়দুল ইসলাম,

কামারগাঁও আইডিয়াল উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক মুহাম্মদ জাহাঙ্গীর খান,

শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি আরিফ হোসেন, সাবেক ব্যাংক কর্মকর্তা এসএম খালেক, শ্রীনগর উপজেলা সুজন সভাপতি আব্দুল লতিফ মাস্টার,

শ্রীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শ্যামল, প্রাইমারি ভিলেজ ডাক্তার সোসাইটির (পিভিডিএস) সাধারণ সম্পাদক দেওয়ান আবুল হাসেম,

আলমপুর-মদনখালী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি রুহুল আমিন হুমায়ুন, সাংবাদিক মোহন মোড়ল, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ আছলাম,

সাংবাদিক ফরহাদ হোসেন জনি, এডাব মুন্সিগঞ্জ জেলা কমিটির সাবেক সভাপতি আলম মীর, কার্যকরী সদস্য রত্না হালদার,

ডা. মাসুম খান ঢালু, মেরিনা মেরিলিন ডি ক্রুশ, সদস্য আব্দুর রশিদ ও মারজিয়া আক্তার লাবন্য।

এ সময় বিভিন্ন এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সমাজসেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন এডাব কো-অর্ডিনেটর মো. নূরুল আমিন।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়