রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   এসএসসি সমমানের পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪, ২০:৫৭

শ্রীনগরে ট্রেনে কাটা পড়ে ১ জনের মৃত্যু

আব্দুল মান্নান সিদ্দিকী মুন্সিগঞ্জ হতে
শ্রীনগরে ট্রেনে কাটা পড়ে ১ জনের মৃত্যু

মুন্সীগঞ্জের শ্রীনগরে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে রোকেয়া বেগম (৬০) নামে একজন বৃদ্ধ মহিলার মৃত্যু হয়েছে। রবিবার ২৮ এপ্রিল সকাল সাড়ে ৯টায় শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের কামারখোলা দারুস সুন্নাহ জিনিয়া সালেহিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এর পূর্ব পাশে রেললাইন পার হওয়ার সময় সুন্দরবন এক্সপ্রেস নামক ট্রেনের নিচে কাটা পড়ে পৃর্ব কামারখোলা গ্রামের মৃত ইয়াকুব সিকদার স্ত্রী রোকেয়া বেগম মারা যান।

প্রত্যক্ষদর্শী ও রেল কর্তৃপক্ষ জানান,, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি পদ্মা সেতু অভিমুখে যাচ্ছিল। সকাল সাড়ে ৯টার দিকে মাশুরগাঁও এলাকা অতিক্রম করার সময় রোকেয়া বেগম তার নাতিকে মাদ্রাসায় রেখে বাড়ি ফেরার সময় অসাবধানতা বশত রেললাইনে উঠে পড়লে ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে মাওয়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হাসান উর রহমান জানান, ট্রেন আসার সময় অসাবধানতাবশত রেললাইনে উঠে পড়ায় এদুর্ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির মরদেহ তার নিকটজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়