মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৮

শাহরাস্তিতে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

মোঃ মঈনুল ইসলাম কাজল
শাহরাস্তিতে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শাহরাস্তিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি রাত ১২ টা ১ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার ও সহকারী কমিশনার ( ভূমি) মোঃ আমজাদ হোসেন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর স্হানীয় সংসদ সদস্য মেজর ( অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার, পৌর মেয়র হাজী আঃ লতিফ সহ নেতৃবৃন্দ। পুলিশ প্রশাসনের পক্ষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম চৌধুরী, শাহরাস্তি থানার ওসি আব্দুল মান্নান। উপজেলা পরিষদের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, ভাইস-চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান। মুক্তিযুদ্ধাদের পক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার শাহ্ জাহান ও পৌর কমান্ডার অহিদুর রহমান। উপজেলা আওয়ামীলীগের পক্ষে সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু। উপজেলা বিএনপির পক্ষে সভাপতি আয়েত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন। পৌর সভার পক্ষে হাজী আঃ লতিফ। উপজেলা ছাত্রলীগের পক্ষে ছাত্রলীগের নেতা ইমরান মনির। ওমর ফারুক দর্জি ও মাহফুজুর রহমানের নেতৃত্বে উপজেলা যুবলীগ শ্রদ্ধা নিবেদন করেন। উপজেলা যুবদলের পক্ষে উপজেলা আহবায়ক আলী আজগর মিয়াজী ও সদস্য সচিব এহতেশামুল হক। এছাড়াও পল্লী বিদ্যুৎ সমিতি, সজাগ ফাউন্ডেশন, উদ্দিপন সিএনজি অটোরিকশা মালিক সমিতির পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়