শনিবার, ০৯ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২১, ১৮:০৭

নিখোঁজের ৬ দিন পর মৃতদেহ উদ্ধার

পাপ্পু মাহমুদ
নিখোঁজের ৬ দিন পর মৃতদেহ উদ্ধার

হাজীগঞ্জে নিখোঁজের পর যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সে হাজীগঞ্জ উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের মালাপাড়া গ্রামে পাটোয়ারি বাড়ির মৃত নানু পাটোয়ারির ছেলে সুমন পাটোয়ারীর (৩০)।

শনিবার বিকালে দ্বাদশ ইউনিয়নের মালাপাড়া পাটোয়ারী বাড়ীর পাশের ডোবায় তার মৃতদেহ ভেসে উঠে।

হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ হারুনুর রশীদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহ উদ্ধার করছে।

স্থানীয় বাসিন্দা মনজুর আলম জানান, রোববার জামা-কাপড়ের একটি ব্যাগ নিয়ে বাড়ী থেকে বের হয় সুমন। তারপর কোন খোঁজ পাওয়া যায়নি। শনিবার বিকালে তার মৃতদেহ ভেসে উঠে। পরে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। সুমন বাড়িতে তার ঘরে একাই থাকতো। পরিবারের অন্য সদস্য চাকুরিজনিত কারণে বিভিন্নস্থানে থাকে।

সুমন পাটোয়ারীর একবছর আগে স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ হয় ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়