সোমবার, ০৫ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ২২:১৭

ফরিদগঞ্জে ইটভাটার বিরুদ্ধে সিআইপি বাঁধের স্লোপ কেটে নেয়ার অভিযোগ

ফরিদগঞ্জ ব্যুরো।।
ফরিদগঞ্জে ইটভাটার বিরুদ্ধে সিআইপি বাঁধের স্লোপ কেটে নেয়ার অভিযোগ

চাঁদপুর সেচ প্রকল্প (সিআইপি) বাঁধের মাটি ইটভাটার জন্যে কেটে নেয়ার অভিযোগ উঠেছে। সিআইপি বাঁধের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়ন কামতা ও গল্লাক সড়কের মধ্যবর্তী সুবিদপুর এলাকায় স্থানীয় কবির পাটোয়ারী ও জাহাঙ্গীর পাটোয়ারীর মালিকানাধীন নাফিস ব্রিক ফিল্ড এই কাণ্ড ঘটিয়েছে। ইতোমধ্যেই পানি উন্নয়ন বোর্ডের লোকজন সরেজমিন পরিদর্শন করে এর সত্যতাও পেয়েছেন।

জানা গেছে, নাফিস ব্রিকফিল্ডের লোকজন ইটভাটার পাশ দিয়ে যাওয়া সিআইপি বাঁধের স্লোপ কেটে ইটভাটায় নিয়ে যাাচ্ছে এ ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

স্থানীয় যুবক আরিফ হোসেন শুক্কুর জানান, ওয়াপদা বেড়িবাঁধ সড়কটি মানুষদের রক্ষাকবচ হয়ে রয়েছে। কিন্তু রোববার (৪ জানুয়ারি ২০২৫) সকালে আমি বাজারে যাওয়ার পথে দেখি, সরকারি রাস্তাটির সাইড কেটে বিশাল গর্ত করেছে নাফিস ব্রিকফিল্ড মালিকরা। পরে আমি প্রতিবাদ করে ভিডিও টি স্যোশাল মিডিয়ায় প্রকাশ করি ।

সূত্র জানায়, ইটভাটাটি কাগজপত্র ও

অনুমতিবিহীন দীর্ঘ বছর ধরে ব্যবসা পরিচালনা করে আসছে। গত ২০২৫ সালে পরিবেশ অধিদপ্তরের অনুমতি না থাকায় চাঁদপুর পরিবেশ অধিদপ্তর যৌথবাহিনীর সমন্বয়ে অভিযান পরিচালনা করে ইটভাটাটি বন্ধ করে দেয়। পরে তারা ইটভাটাটি চালু করেছে।

এই বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া জানালে তিনি খোঁজ নিয়ে সত্যতা জেনে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করতে বলেন।

এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মরত মো. আলমগীর হোসেন জানান, ‘আমাদের ঊর্ধ্বতন স্যারের নির্দেশে আমি সরজমিনে গিয়ে দেখি পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন বেড়িবাঁধ সড়কটির স্লোপ কেটে মাটি সরিয়ে ফেলার ব্যাপারে নাফিস ব্রিকফিল্ডের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছি। প্রতিষ্ঠানের পরিচালক জাহাঙ্গীর পাটোয়ারী মাটি ভরাট করে দেবেন বলে জানান। আমি সরজমিনে তদন্ত করে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে রির্পোট দেবো। অফিস পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়