মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ২২:৫৪

কুমিল্লা ব্রহ্ম মন্দিরে ২৪তম বার্ষিক উৎসব ১০ জানুয়ারি

কুমিল্লা ব্রহ্ম মন্দিরে ২৪তম বার্ষিক উৎসব ১০ জানুয়ারি
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে

জয় দয়াময়' এই মহামন্ত্র সামনে রেখে অনুষ্ঠিত হবে ২৪তম বার্ষিক উৎসব।

আসছে ১০ জানুয়ারি ২০২৬ (শনিবার) কুমিল্লা নগরীর বাদুরতলাস্থিত সর্ব্বধর্ম্ম মিশন আনন্দ জয়দুর্গা আশ্রম (ব্রহ্ম মন্দির) প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে ৯ জানুয়ারি শুক্রবার প্রভাতে ও সন্ধ্যায় আরতি এবং রাত ৯টায় উৎসবের কর্মসূচী প্রণয়ন ও দায়িত্ব বন্টন সভা। পরদিন ১০ জানুয়ারি শনিবার প্রভাতে ব্রহ্মনাম সংকীর্তন ও আরতি শেষে নামজপ। এরপর প্রকৃত তত্ত্ব গ্রন্থ পাঠ ও আলোচনা, সর্ব্বধর্ম্ম গীত, বার্ষিক সাধারণ সভা শেষে দুপুরবেলা ভোগানুষ্ঠান ও উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ এবং বিকেলে নামজপ ও সন্ধ্যায় আরতি কীর্তন, সর্ব্বধর্ম্ম গীত, ধর্ম্মালোচনা, নামজপ ও জয়ধ্বনি শেষে সারারাত সর্ব্বধর্ম্ম গীত, মলয়া সংগীত ও ভক্তিমূলক সংগীতানুষ্ঠান।

ওই মহতী অনুষ্ঠানের প্রতিটি পর্বে জাতি, ধর্ম্ম, বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন কুমিল্লা আনন্দ জয়দুর্গা আশ্রমের সেক্রেটারি শ্রী অমল চন্দ্র দত্ত। # প্রয়োজনে : 01716-843050

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়