বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ২২:১৪

হাজীগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের র‌্যালি ও আলোচনা

কামরুজ্জামান টুটুল।।
হাজীগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের র‌্যালি ও আলোচনা

হাজীগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা' এই প্রতিপাদ্যে উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) সকালে উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি ও উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন। প্রধান অতিথির নেতৃত্বে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভাস্থলে এসে শেষ হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মোতওয়াল্লী প্রিন্স শাকিল আহমেদের সভাপ্রধানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর রাশেদা আতিক রোজী ও হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামিম।

দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. ইদ্রিস মজুমদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সদস্য অধ্যক্ষ মাও. মো. আনিছুর রহমান, খোদেজা বেগম, উপস্থিত শিক্ষকদের মধ্যে উম্মে শায়কা দিলরুবা দিপ্তী, লুৎফুন্নাহার লাভলী প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্য, মসজিদের ইমাম, শিক্ষক, শিক্ষার্থী, সুধী ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়