বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ২১:১৮

তথ্য অফিসের আয়োজনে তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে আলোচনা সভা

প্রেস বিজ্ঞপ্তি।।
তথ্য অফিসের আয়োজনে তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে আলোচনা সভা

মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) সকালে চাঁদপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে গণযোগাযোগ অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক চাঁদপুর সরকারি মহিলা কলেজের হলরুমে তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার তপন বেপারী। প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান।

সভায় ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোহাম্মদ ফয়েজ আহমেদ প্রধানীয়া। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য প্রদান করেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ ড. মো. ইকবালুর রহমান, সহযোগী অধ্যাপক ও সম্পাদক, শিক্ষক পরিষদ মোহাম্মদ ফয়জুর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, একাত্তর টেলিভিশনের সাংবাদিক আলআমিন ভূইয়া প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা রাষ্ট্র, সমাজ ও বিশ্ব গঠনে এবং বৈষম্য দূরীকরণে প্রাচীনকাল থেকে তরুণদের অবদান ও যুব নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন। বক্তারা আরও বলেন, দেশের অর্থনীতিকে গতিশীল করতে যুব সমাজকে গুরুত্ব দিয়ে সব কর্মপরিকল্পনা প্রণয়ন করা প্রয়োজন। তাদের সৃজনশীলতাকে সুরক্ষা দিতে হবে, জ্ঞানচর্চায় উৎসাহিত করতে হবে। ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে এগিয়ে এলে সরকারি তদারকি বজায় রেখে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিত্তশালী পরিবারের সন্তান অপরাধ করলে জবাবদিহির আওতায় আনার মতো কঠোর আইনি কাঠামো তৈরি করতে হবে। বেকারত্ব, চাকরিতে তদবির বাণিজ্য, শিক্ষা জীবনের শেষে অনিশ্চিত ভবিষ্যৎ এবং বিনোদনের অভাব বর্তমান তরুণ সমাজকে ফেসবুককেন্দ্রিক মোবাইল-নির্ভরতার মধ্যে আবদ্ধ করেছে। এসব নেতিবাচক অবস্থা থেকে তরুণদের মুক্ত করে আলোর পথে পরিচালিত করাই তারুণ্যের ঐক্যবদ্ধ শক্তির জয়গানের মূলমন্ত্র হওয়া উচিত।

আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ প্রায় দু শতাধিক তরুণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়