প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ২০:১১
ফরিদগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে ফরিদগঞ্জে মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে র্যালিশেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুল আওয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া।
তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধ করতে হলে প্রথমে নিজের থেকেই শুরু করতে হবে। প্রতিটি পেশায় অনিয়মকে প্রতিরোধ করতে হবে। কারণ নিয়ম না মানাই অনিয়ম, আর তাকে প্রশ্রয় দিলে দুর্নীতিকে ডেকে আনা হয়। আমাদের এই দুর্নীতি হ্রাসে এবং ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহিত করতে শিক্ষার্থীদের আরও ভালোভাবে এ বিষয়ে জানাতে হবে। কারণ আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে।
কমিটির সদস্য শামীম হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হিতেশ শর্মা, সদস্য ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, এনজিও প্রতিনিধি ও চাঁদপুর ডিপিওডির প্রতিনিধি মমতাজ উদ্দিন মিলন প্রমুখ।








