মঙ্গলবার, ০২ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৮:১৯

চাঁদপুর জেলার ৮ থানার ওসিকে একযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশে বদলি

৮ থানায় নতুন ওসি পদায়ন

গোলাম মোস্তফা।।

চাঁদপুর জেলা পুলিশে বড়ো ধরনের রদবদল হলো। সোমবার (১ ডিসেম্বর ২০২৫) দিনব্যাপী গুঞ্জন ছিলো, জেলার ৮ টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বদলি করা হচ্ছে । সেই গুঞ্জন অবশেষে রাতে সত্যে পরিণত হলো।

জেলার ৮ থানার অফিসার ইনচার্জ (ওসি)কে একযোগে এই প্রথম এমন বদলি করা হলো। তাঁদের সকলকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়েছে। তাঁদের স্থলাভিষিক্ত যাঁরা হচ্ছেন,

তাঁরা হলেন :

চাঁদপুর সদর মডেল থানায় ফয়েজ আহমেদ (বিপি নং- ৭৮০৬১০৪২১৪), নিজ জেলা-মুন্সীগঞ্জ;

ফরিদগঞ্জ থানায় মোহাম্মদ হেলাল উদ্দিন (বিপি নং- ৭৬০২০০৬২০১), নিজ জেলা-ঢাকা;

হাইমচর থানায় মোহাম্মদ নাজমুল হাসান (বিপি নং- ৭৮০৬১০৬৯২৫), নিজ জেলা-নারায়ণগঞ্জ;

শাহরাস্তি থানায় মোহাম্মদ মাইনুল ইসলাম (বিপি নং- ৮১০৬১১৮২৭৫), নিজ জেলা-পটুয়াখালী;

হাজীগঞ্জ থানায় মুহাম্মদ আব্দুল জব্বার (বিপি নং- ৭৯০৬১০৬৯৫৯), নিজ জেলা-ঢাকা;

মতলব দক্ষিণ থানায় মোহাম্মদ হাফিজুর রহমান মানিক (বিপি নং- ৭৯০৬১১৯৮১২), নিজ জেলা-জামালপুর;

কচুয়া থানায় মোহাম্মদ বোরহান উদ্দিন (বিপি নং- ৭৮০৬১১৪১৬১), নিজ জেলা-মাদারীপুর;

মতলব উত্তর থানায় মোহাম্মদ কামরুল হাসান (বিপি নং- ৭৭০৪১০৮৮৩৫), নিজ জেলা- ফরিদপুর।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নতুন পদায়ন করা থানার অফিসার ইনচার্জগণ

শীঘ্রই নিজ কর্মস্থলে যোগদান করবেন এবং তারা থানার আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রম পরিচালনা করবেন।

পুলিশ প্রশাসন জানিয়েছে, এই বদলির মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী হবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্যে কাজ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়