সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ২২:২০

শ্রীমঙ্গলে বিদেশি সিগারেটসহ আটক ১

মৌলভীবাজার প্রতিনিধি।।
শ্রীমঙ্গলে বিদেশি সিগারেটসহ আটক ১

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১০ হাজার শলাকা বিদেশি সিগারেটসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ নভেম্বর ২০২৫ ) রাত সাড়ে ১০টার দিকে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামের দিক নির্দেশনায় এসআই (নিরস্ত্র) বাবলু কুমার পাল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে শহরের গুহরোডস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে কাওসার হোসেন সোহাগ (৪৩)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে ১০ হাজার শলাকা বিদেশি সিগারেট উদ্ধার করেন পুলিশ সদস্যরা।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, উদ্ধারকৃত ১০ হাজার শলাকা বিদেশী PATRON সিগারেটের মূল্য আনুমানিক ১ লক্ষ ৫০ পঞ্চাশ হাজার টাকা। গ্রেপ্তারকৃত আসামীসহ তার সহযোগীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়