প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ২২:২০
শ্রীমঙ্গলে বিদেশি সিগারেটসহ আটক ১

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১০ হাজার শলাকা বিদেশি সিগারেটসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ নভেম্বর ২০২৫ ) রাত সাড়ে ১০টার দিকে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামের দিক নির্দেশনায় এসআই (নিরস্ত্র) বাবলু কুমার পাল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে শহরের গুহরোডস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে কাওসার হোসেন সোহাগ (৪৩)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে ১০ হাজার শলাকা বিদেশি সিগারেট উদ্ধার করেন পুলিশ সদস্যরা।
|আরো খবর
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, উদ্ধারকৃত ১০ হাজার শলাকা বিদেশী PATRON সিগারেটের মূল্য আনুমানিক ১ লক্ষ ৫০ পঞ্চাশ হাজার টাকা। গ্রেপ্তারকৃত আসামীসহ তার সহযোগীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।








