প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ২২:১৪
কুমিল্লায় সমবেত কণ্ঠে শ্রীমদভগবদগীতা ২৬ ডিসেম্বর

আসছে ২৬ ও ২৭ ডিসেম্বর শুক্র ও শনিবার দুদিনব্যাপী দানবীর স্বর্গীয় মহেশ চন্দ্র ভট্টাচার্য্যের পুণ্যভূমি কুমিল্লা মহেশাঙ্গনে শ্রী শ্রী লোকনাথ স্মৃতি তর্পণ সংঘ ও শ্রী শ্রী লোকনাথ যুব সেবা সংঘের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ৩৩তম বাৎসরিক স্মৃতি তর্পণোৎসব।
|আরো খবর
এ উপলক্ষে প্রথমদিন ২৬ ডিসেম্বর শুক্রবার সকাল সাড়ে ৮টা হতে যথাক্রমে শ্রী শ্রী চণ্ডী পাঠ ও বাল্যভোগ শেষে শ্রীমদভগবদ গীতা নিষ্কাম কর্মযোগ শিক্ষালয়ের পরিচালনায় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সমবেত কন্ঠে শ্রীমদভগবদগীতা পাঠের শুভ উদ্বোধন হবে। এরপর আলোচনাসভা ও মহাপ্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় সন্ধ্যারতি শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান। দ্বিতীয় দিন ২৭ ডিসেম্বর শনিবার প্রাতঃকালীন পূজা ও বাল্যভোগ শেষে দুপুর ১২টায় রামায়ণ গান ও উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় সন্ধ্যারতি ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার শেষে অতিথি শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সংগীতানুষ্ঠান হবে।
ওই সমবেত কন্ঠে গীতাপাঠে অংশগ্রহণের জন্যে রেজিস্ট্রেশন চলছে। রেজিস্ট্রেশন করতে কোনো ফি লাগবে না এবং রেজিস্ট্রেশন ব্যতীত কেউ গীতাপাঠে অংশ নিতে পারবেন না। আগ্রহীরা আসছে ২৫ নভেম্বর হতে ১৫ ডিসেম্বরের মধ্যে মহেশাঙ্গন লোকনাথ মন্দিরের অফিস কক্ষে যোগাযোগ করে কুপন ও পঠিতব্য শ্রীমদভগবদগীতার নির্ধারিত অংশের কপি সংগ্রহ করতে হবে। ওই অনুষ্ঠানের প্রতিটি পর্বে সনাতনী সকলের উপস্থিতি, মহাপ্রসাদ গ্রহণ ও সক্রিয় সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।







