প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ২১:১৪
বিষ্ণুদীতে মাদক, চুরি-ছিনতাই প্রতিরোধকল্পে কমিউনিটি পুলিশিং সমাবেশে বক্তারা
মাদক বিক্রেতা ও সেবনকারীর ছবি ফেসবুকে ছেড়ে দিন

চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডে মাদক, ইভটিজিং ও চুরি-ছিনতাইসহ অপরাধ প্রতিরোধকল্পে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ নভেম্বর ২০২৫) বিকেলে বিষ্ণুদী রোডস্থ শীল বাড়িতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক রোটা. মো. জামাল হোসেন ও চাঁদপুর সদর মডেল থানার এএসআই মো. ইবাদুল্লাহ ।
অঞ্চল-৬-এর সাধারণ সম্পাদক মাও. মো. আবদুর রহমান গাজীর সভাপতিত্বে ও বিষ্ণুদী রোড উত্তর মহল্লার কোষাধ্যক্ষ অমর কৃষ্ণ শীলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহল্লা কমিটির সভাপতি মো. ওমর ফারুক ঢালী ও সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন পাটোয়ারী, শ্যামল চন্দ্র মজুমদার, রতন চন্দ্র শীল প্রমুখ। উপস্থিত ছিলেন মোহাম্মদীয়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. ইসহাক, শংকর চন্দ্র শীল, সুখরঞ্জন মজুমদার, মানিক চন্দ্র মজুমদার, বাবুল মজুমদার, স্বপন চন্দ্র শীল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমাবেশে বক্তারা বলেন, মাদক, চুরি দুটোই বেড়ে গেছে। আমরা যদি অপরাধের প্রতিবাদ না করি, তাহলে সমাজের শৃঙ্খলা ভেঙ্গে পড়বে। মাদক যারা সেবন করে তাদের আমরা অনেকেই চিনি। বিভিন্ন কারণে আমরা কিছু বলি না। এখন সেটা না করে মাদক বিক্রেতা ও সেবনকারীর ছবি ফেসবুকে ছেড়ে দিন। দেখবেন লোকেরা যখন তার অপরাধ জানবে, তখন অপরাধীরা অন্তত কিছুটা হলেও লজ্জা পাবে। তারা আরো বলেন, নতুন প্রজন্মকে মাদকের ভয়াবহতা ও চুরির কুফল সম্পর্কে জানাতে হবে। পাড়া-মহল্লায় মাদকের সয়লাব বেড়ে গেছে। সহজভাবেই মাদক পাওয়া যায়। আমি নিজেও সচেতন হতে হবে, আমার প্রতিবেশীকেও সচেতন করতে হবে।








