প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ১৯:০৯
মতলবে বসতঘরে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

মতলবে বসতঘরে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে জেওরা খাতুন (৯০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (২২ নভেম্বর ২০২৫) দিবাগত রাত ৩টার দিকে মতলব দক্ষিণ উপজেলার গোবিন্দপুর গ্রামে।
|আরো খবর
চৌধুরী বাড়ির বাসিন্দা, উপজেলার কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস ছাত্তার বিএসসি বলেন, শনিবার রাত ৯টা থেকে ১০টার মধ্যে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন জেওরা খাতুন। রাত আনুমানিক ৩টার দিকে ওই ঘরে আগুন লেগে যায়। অল্প সময়ের মধ্যে আগুন ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ওই বৃদ্ধা চিৎকার করে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করেও পারেননি। এক পর্যায়ে তিনি আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান।
ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। জেওরা খাতুন গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুর রব চৌধুরীর স্ত্রী। তার দু ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। গত প্রায় ১০ বছর আগে তার স্বামী মারা যান। তারপর থেকে একটি টিনের দোচালা ঘরে অসুস্থ অবস্থায় জেওরা খাতুন একাই থাকতেন। তার সন্তানরা বিয়ে ও কাজের সুবাদে বাড়ির বাইরে থাকেন।
মৃত জেওরা খাতুনের বড়ো ছেলে মো. সোলাইমান বলেন, আগুনে পুড়ে আমার মা দুনিয়া থেকে এইভাবে চলে যাবে, তা কোনোদিন চিন্তাও করি নাই।
মতলব দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেদী হাসান জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু পরে আমাদের জানানো হয়, সেখানকার আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ্ আহাম্মদ বলেন, বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কেউ থানায় কোনো মামলা বা লিখিত অভিযোগ করেনি।








