প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ২১:১৭
পতিত ফ্যাসিবাদের নাশকতা প্রতিরোধে চাঁদপুরে ইসলামী আন্দোলনের অবস্থান ও মহড়া

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর সাহেব চরমোনাইর নির্দেশে দেশব্যাপী ফ্যাসিবাদের সন্ত্রাসী কর্মকাণ্ড ও কথিত লকডাউন কর্মসূচির বিরুদ্ধে সোচ্চার রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা-কর্মীরা। চাঁদপুর জেলা শহরসহ সকল উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় ও সর্বস্তরের নেতা-কর্মীরা এসব অবস্থান ও মহড়ায় অংশগ্রহণ করে।
চাঁদপুর জেলা শহরের বিপণীবাগে সকাল ১১টা থেকে অবস্থান গ্রহণ করা হয়। অবস্থান গ্রহণে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানী, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি মাওলানা নাসির আহমাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক মুহিব্বুল্লাহ বেপারী, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মাওলানা ইমরান হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা নেয়ামতুল্লাহ, ছাত্র আন্দোলনের জেলা সভাপতি ডিএম ফয়সাল, সদর উপজেলা যুব আন্দোলন সভাপতি শেখ মুহাম্মদ হাবিবুর রহমান, তানজিল আহমাদ পাটওয়ারী প্রমুখ।
অবস্থানকালে জেলা সভাপতি তার বক্তব্যে বলেন, পতিত সরকারের কোনো প্রকার নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড দেশবাসী সহ্য করবে না এবং তাদের দোসরদেরও প্রতিহত করবো ইনশাআল্লাহ।
পরে বিপণীবাগ থেকে শুরু হয়ে পুরো শহরে শান্তিশৃঙ্খলা ও জনগণের জানমাল রক্ষায় মহড়া দেয়া হয়।







