প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১৯:৫০
ফরিদগঞ্জ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে মহিলা দলের মানববন্ধন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী পরিবর্তন করে উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নানকে মনোনয়ন দেয়ার দাবিতে এবার মানববন্ধন করেছে উপজেলা ও পৌর মহিলা দলসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে কয়েক হাজার মহিলার অংশগ্রহণে মিছিলটি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়। উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা দলের আহ্বায়ক রেবেকা সুলতানার সভাপতিত্বে ও সদস্য সচিব আমেনা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক ফারজানা আক্তার, পৌর মহিলা দলের সভাপতি আলেয়া বেগম, সদস্য সচিব ফিরোজা আক্তার প্রমুখ। এর আগে একই দাবিতে সড়ক অবরোধ, সড়কে অগ্নিসংযোগ, মশাল মিছিল, কালো পতাকা মিছিলসহ সপ্তাহব্যাপী নানা কর্মসূচি পালন করে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
|আরো খবর
উল্লেখ্য, চাঁদপুর-৪ আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ।








