প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১৯:৩৬
ফরিদগঞ্জকে মাদকমুক্ত করতে ছাত্র সমাজের নেতৃত্ব প্রত্যাশা করছি
.........লায়ন মো. হারুনুর রশিদ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, ২০২৪-এর কোটা বিরোধী আন্দোলন থেকে ফ্যাসিবাদবিরোধী ও সর্বশেষ গণঅভ্যুত্থানে এদেশের ছাত্র সমাজ সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যে যুগে যুগে দৃষ্টান্ত হয়ে থাকবে। সে ধারাবাহিকতায় আমাদের প্রিয় জন্মভূমি ফরিদগঞ্জ উপজেলার ক্যান্সার হিসেবে চিহ্নিত মাদকের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে ছাত্র সমাজ ও যুবসমাজকে অগ্রণী ভূমিকা নিতে হবে। কারণ, আমাদের সমাজ ব্যবস্থাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে মাদক। যেখানেই যাই, সেখানেই সকলে মাদককে প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করছে। তাই আমি এই উপজেলাকে মাদকমুক্ত করতে ছাত্র সমাজের নেতৃত্ব প্রত্যাশা করছি। আশা করছি, তারা সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
|আরো খবর
ফরিদগঞ্জের কালিরবাজার কলেজে মাদকমুক্ত সমাজ গড়তে ছাত্রসমাজ ও যুবসমাজের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথাগুলো বলেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) দুপুরে কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ হাফিজ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি আরো বলেন, স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপির ৩১ দফাই যথেষ্ট। কারণ এই ৩১ দফার মধ্যেই সকল কিছু নিহিত। ২৫তম দফায় এদেশের শিক্ষা নিয়ে বলা হয়েছে। যা এদেশের শিক্ষক সমাজের অন্যতম দাবি। তাই আশা করছি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিশেষ করে তরুণ সমাজ ধানের শীষের পক্ষে অবস্থান নিয়ে ৩১ দফার সফল বাস্তবায়নে সহায়ক শক্তি হিসেবে থাকবে। আমি জনপ্রতিনিধি হিসেবে ফরিদগঞ্জবাসীর সেবা করার চেষ্টা করেছি। তবে কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার করিনি, সর্বদা মানুষের সুখে দুঃখে থাকার চেষ্টা করেছি। আশা করছি, আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পাশে থাকবেন এবং উন্নয়নের প্রতীক ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের প্রতীক তারেক রহমানের বিএনপিকে দেশ পরিচালনার সুযোগ দেবেন।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি বিল্লাল হোসেন কোম্পানী, প্রবাসী বিএনপি নেতা শরীফ খান, কালিরবাজার কলেজ গভর্নিং বডির সদস্য ও ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম, মহিলা নেত্রী শারমিন করিম, লিপি হুসাইন, ছাত্রদল নেতা মনির হোসেন, হোসেন আহাম্মদ প্রমুখ। পরে লায়ন হারুনুর রশিদ পোয়া আজিজিয়া সিনিয়র মাদ্রাসায় শিক্ষার্থীদের সাথে মাদকমুক্ত সমাজ গড়ার বিষয়ে অনুরূপ মতবিনিময় সভা করেন। সেখানে তিনি বলেন, বিএনপি সর্বদা এদেশের মানুষের কথা বলেছে। তাদের ভোট ও ভাতের অধিকার বাস্তবায়নে লড়াই করে গেছে। পতিত সরকারের অত্যাচার নির্যাতন সহ্য করে রাজপথে থেকেছে। আর তাই বিএনপিই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিতে প্রধান রাজনৈতিক শক্তি।








