সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ২১:১১

চাঁদপুরের নতুন জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
চাঁদপুরের নতুন জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার

চাঁদপুরের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্টেট মো. নাজমুল ইসলাম সরকার। তিনি প্রধান উপদেষ্টার কার্যালয়ে পরিচালক পদে কর্মরত আছেন। রোববার (৯ নভেম্বর ২০২৫) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। এ প্রজ্ঞাপনে তিনিসহ আরও ১৪জনকে বিভিন্ন জেলায় জেলা প্রশাসক হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

নতুন জেলা প্রশাসক পাওয়া জেলাগুলো হলো : ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, জামালপুর, মেহেরপুর, কিশোরগঞ্জ, ঝালকাঠি, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, জয়পুরহাট, ময়মনসিংহ, মানিকগঞ্জ ও চাঁদপুর। জুলাই বিপ্লবের পর চাঁদপুরে নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দেন মোহাম্মদ মোহসীন উদ্দিন। যিনি চাঁদপুরে কর্মরত থাকাকালীন উপসচিব থেকে যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পান। তাঁকে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে বদলি করা করা হয়েছে। প্রজ্ঞাপনে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়