শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট ৯০ যানবাহনে তল্লাশি।। ১২ মামলায় ৬০ হাজার টাকা জরিমানা, ৬ গাড়ি জব্দ
  •   হরিণা থেকে দু মাদক ব্যবসায়ী আটক
  •   কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৩৯ জনের তথ্য চেয়েছে দুদক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ১৬:৫০

রাজিয়া পেইন্টিং বিজনেস সেন্টার পরিদর্শনে যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালক

কামরুজ্জামান টুটুল।।
রাজিয়া পেইন্টিং বিজনেস সেন্টার পরিদর্শনে যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালক
হাজীগঞ্জের বাকিলাতে রাজিয়া পেইন্টিং বিজনেস সেন্টার পরিদর্শনকালে বক্তব্য রাখছেন যুব উন্নয়ন অধিদপ্তর চাঁদপুর-এর উপ-পরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাছান আলী। ছবি : চাঁদপুর কণ্ঠ।

আত্মনির্ভরশীল নারী উদ্যোক্তা প্রতিষ্ঠান রাজিয়া পেইন্টিং বিজনেস সেন্টার পরিদর্শন করেছেন যুব উন্নয়ন অধিদপ্তর চাঁদপুর-এর উপ-পরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাছান আলীসহ অন্য কর্মকর্তাগণ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) দুপুরে তিনি হাজীগঞ্জের বাকিলা বাজারস্থ

সেন্টারটি পরিদর্শনকালে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

বাকিলা বাজারের শেখ মার্কেটের ২য় তলাতে রাজিয়া পেইন্টিং বিজনেস সেন্টার পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর চাঁদপুর-এর সহকারী পরিচালক মো. ইব্রাহিম মিয়াসহ প্রশিক্ষণ গ্রহণকারী নারী সদস্যবৃন্দ।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও নারী উদ্যোক্তা রাজিয়া সুলতানা জানান, যুব উন্নয়ন অধিদপ্তর, যুব মহিলা অধিদপ্তর, ব্র্যাকের সহায়তায় ও বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় এখানে বিধবা, স্বামী পরিত্যক্তা, অসহায় দুঃস্থ নারীদেরকে সেলাই, ব্লক বাটিক, কুশি কাটা, নকশীকাঁথা তৈরি শিখানোসহ দক্ষতা বৃদ্ধির জন্যে হাতের কাজ শেখানো হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়