প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১১:০২
বাগাদী চৌরাস্তা বাজারে অগ্নিকাণ্ড সাতটি দোকান পুড়ে কোটি টাকার ক্ষয়ক্ষতি

চাঁদপুর সদর উপজেলার বাগাদী চৌরাস্তা বাজারে অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
|আরো খবর
ঘটনাটি ঘটেছে সোমবার (২০ অক্টোবর ২৫) সকাল প্রায় সাড়ে ৭টার সময়।
জানা যায়, চৌরাস্তা বাজারের ফরিদগঞ্জ-চাঁদপুর সড়কের ব্রিজ সংলগ্ন খোকন রাজার হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা করলেও মুহূর্তের মধ্যে ৭টি দোকান পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুড়ে যাওয়া দোকানগুলো হচ্ছে : খোকনের হোটেল, সায়েদ গাজীর মুদি দোকান, খোরশেদ পাটোয়ারীর কম্পিউটার দোকান, রাসেদের কম্পিউটার দোকান, মোরসালিনের কম্পিউটার দোকান, মোস্তফার ঔষধের
দোকান ও কৃষ্ণার সেলুনের দোকান ।চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক পীরজাদা বরকত উল্লাহ খান, জেলা যুবদলের সহ-সভাপতি সরওয়ার গাজী, বাগাদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবুল মোল্লা, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম পাঠান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়েছে। ৭টি দোকান পুড়ে গেছে। ক্ষতি পুষিয়ে উঠতে অনেক সময় লাগবে। বাজারের ব্যবসায়ী ডিএম হাবিব খান, তাহের কবিরাজ ও খোরশেদ রাজা বলেন, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যে ৭টি দোকান পুড়ে যায়। তারা সব কিছু হারিয়ে অসহায় হয়ে পড়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, আমরা ঋণ করে ব্যবসা করে আসছি। মুহূর্তের আগুন আমাদের সব কিছু শেষ করে দিয়েছে। আমরা এখন অসহায় হয়ে পড়েছি। এ ব্যবসা দাঁড় করাতে অনেক শ্রম দিতে হয়েছে। এখন সেই ব্যবসাকে দাঁড় করাতে বহু শ্রম-ঘাম দিয়েও দাঁড় করাতে কষ্টকর হয়ে পড়বে।