প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ২০:০৩
মতলবে রাস্তায় বেড়া নিয়ে ইউএনওর হস্তক্ষেপে দু পক্ষের সমঝোতা

মতলব দক্ষিণ উপজেলার সারপাড় ও চাউলহাটা গ্রামের রাস্তায় বেড়া দেয়া নিয়ে হামলাকে কেন্দ্র করে দু পক্ষের মধ্যে সামাজিক বিশৃঙ্খলার বিষয়টি ইউএনওর হস্তক্ষেপে সমাধান হয়েছে।
|আরো খবর
বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) দুপুরে ইউএনওর কার্যালয়ে সমাজে বিশৃঙ্খলা না করাসহ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমজাদ হোসেন উভয় পক্ষকে ডাকেন। এর আগে গত বুধবার তিনি সরজমিনে গিয়ে রাস্তার বেড়া উঠিয়ে দেন এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নির্দেশনা প্রদান করেন। এ সময় মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহম্মেদ ও সঙ্গীয় পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বেপারী বলেন, ইউএনও মহোদয়ের হস্তক্ষেপে দুপক্ষের বিরোধ মীমাংসা হয়েছে। তবে কোনো চাঁদাবাজির ঘটনা ঘটেনি। আগামীতে উভয় গ্রামের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে বলে উভয় গ্রামের প্রতিনিধিগণ সম্মতি প্রকাশ করেন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আশিকুর রহমান বাবু বলেন, ঘটনার সাথে আমি জড়িত নই। আমি রাজনৈতিক প্রতিহংসার শিকার।
সারপাড় গ্রামের নিবাসী ও নারায়ণপুর বাজারের ব্যবসায়ী মিঞা মামুন বলেন, ইউএনও মহোদয়ের হস্তক্ষেপেই বিষয়টি সমাধান হয়েছে। সমঝোতা বৈঠকে চাঁদাবাজির বিষয়টি মিথ্যা প্রমাণিত হয়েছে। ভুক্তভোগী পারভেজ ও স্বপন জানান, রাস্তায় বেড়া দেয়ার বিষয়টি সমাধান হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন জানান, উভয়পক্ষের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিষয়টি সমাধান করা হয়েছে। চাঁদা দাবির বিষয়টি সঠিক নয়।