রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১৮:৫২

ফরিদগঞ্জে নকশিকাঁথা সেলাই প্রশিক্ষণ উদ্বোধন

নকশিকাঁথা আমাদের ইতিহাস ও ঐতিহ্যের সাথে জড়িয়ে আছে

পৌর প্রশাসক সেটু কুমার বড়ুয়া

অনলাইন ডেস্ক
নকশিকাঁথা আমাদের ইতিহাস ও ঐতিহ্যের সাথে জড়িয়ে আছে

ফরিদগঞ্জ পৌরসভার উদ্যোগে আইইউজি প্রকল্পের সহযোগিতায় পৌর এলাকার দুঃস্থ ও অসহায় নারীদের স্বাবলম্বীকরণের লক্ষ্যে ২৫জন নারীকে নিয়ে ৭দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

রোববার (১৯ অক্টোবর ২০২৫) বিকেলে কর্মশালা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সেটু কুমার বড়ুয়া।

তিনি তাঁর বক্তব্যে বলেন, নকশিকাঁথা আমাদের ইতিহাস ও ঐতিহ্যের সাথে জড়িয়ে আছে। একটি সাধারণ কাঁথার মূল্য ৫শ' টাকা থেকে ১২শ' টাকা পর্যন্ত রয়েছে। কিন্তু নকশিকাঁথা মানভেদে ৬ হাজার টাকা পর্যন্ত রয়েছে। তাই এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেয়া নারীরা যদি প্রশিক্ষকের কাছ থেকে ভালোভাবে নকশিকাঁথা সেলাই ও তৈরির বিষয়ে প্রশিক্ষণ নিতে পারে, একই সাথে প্রশিক্ষণকে বাস্তবে কাজে লাগানোর মাধ্যমে বাহারি নকশিকাঁথা তৈরি করতে সক্ষম হয়, তাহলে শুধু তার পরিবার নয়, এদেশও অর্থনৈতিকভাবে উন্নয়ন সাধিত হওয়া সম্ভব।

পৌর নির্বাহী কর্মকর্তা শাহ সুফিয়ান খানের পরিচালনায় প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদির, পৌর প্রশাসক সহায়ক সদস্য ও যুব উন্নয়ন কর্মকর্তা মেজবাহ উদ্দিন, আইইউজিআই প্রকল্পের পরামর্শক আরিফুর রহমান শিমুল ও প্রশিক্ষক রাবেয়া আক্তার বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়