প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ২২:১১
দুই সহোদরের কৃতিত্ব
অনলাইন ডেস্ক

২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা মুহাম্মদ নূরুল ইসলাম মৃধার দুই পৌত্র কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। ইতবন আহমেদ আদমজী ক্যান্টনেমন্ট কলেজ থেকে জিএপি-৫.০০ এবং আফফান আহমেদ সাউথ পয়েন্ট কলেজ থেকে জিপিএ-৪.৪২ পেয়েছে। তারা এএসএম সায়েম ও মাহবুবা আক্তার পাখীর পুত্র। এই সাফল্যে পরিবারের সকলে অত্যন্ত আনন্দিত। তারা সকলের দোয়া ও আশীর্বাদ প্রার্থী।