শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ২১:৪৩

কড়ৈতলীতে হুমায়ুন কবির বেপারীর পক্ষে বিএনপির ৩১দফার লিফলেট বিতরণ

প্রবীর চক্রবর্তী।।
কড়ৈতলীতে হুমায়ুন কবির বেপারীর পক্ষে বিএনপির ৩১দফার লিফলেট বিতরণ
ফরিদগঞ্জের কড়ৈতলীতে হুমায়ুন কবির বেপারীর পক্ষে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় সভাপতি হুমায়ুন কবিরের পক্ষে ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কড়ৈতলী বাজারে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের নেতাকর্মীরা বাজারের প্রতিটি দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ীদের তারেক রহমান ঘোষিত ৩১ দফার কথা বলেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকে ভোট দানের আহ্বান জানান। একই সাথে তারা মনোনয়ন প্রত্যাশী হুমায়ুন কবির বেপারীর জন্যে দোয়া প্রার্থনা ও সালাম পৌঁছে দেন।

লিফলেট বিতরণকালে উপজেলা সাংস্কৃতিক দলের আহ্বায়ক আবুল হোসেন পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নজির আলী খান, সাংস্কৃতিক দলের যুগ্ম আহ্বায়ক শাকিল আহমেদ, যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ, কামাল বেপারী, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের সভাপতি হান্নান বরকন্দাজ, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সদস্য জাকির হোসেন, ইমরান পাটোয়ারী, কামাল হোসেন, হোসেন মিয়া, মাসুদ গাজীসহ বিভিন্ন ইউনিয়নের দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়