শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ২১:১৯

এইচএসসির ফলাফলে জেলায় সেরা চাঁদপুর সরকারি কলেজ

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
এইচএসসির ফলাফলে জেলায় সেরা চাঁদপুর সরকারি কলেজ

এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয়ের মাঝেও সার্বিক ফলাফল বিবেচনায় চাঁদপুর জেলার কলেজসমূহের মধ্যে সেরা অবস্থানে রয়েছে চাঁদপুর সরকারি কলেজ। এ কলেজ থেকে এবার মোট ৫৪২ জন পরীক্ষা দিয়ে কৃতকার্য হয়েছে ৪৯৩ জন। পাসের হার শতকরা ৯০.৯৬%। জিপিএ-৫ পেয়েছে ৭০ জন।

জেলার ৬৯টি কলেজের ফলাফল পর্যবেক্ষণ করে দেখা গেছে যে, চাঁদপুর সরকারি কলেজ গড় পাসের হারে জেলায় সেরা অবস্থানে রয়েছে। আর জিপিএ-৫ প্রাপ্তিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে। জিপিএ-৫ প্রাপ্তিতে প্রথম অবস্থানে চাঁদপুর সরকারি মহিলা কলেজ হলেও এই কলেজের গড় পাসের হার সরকারি কলেজের অনেক নিচে। মহিলা কলেজ থেকে ৬৭৮ জন পরীক্ষা দিয়ে কৃতকার্য হয়েছে ৫৩১ জন, পাসের হার শতকরা ৭৮.৩২%। জিপিএ-৫ পেয়েছে ৭৮ জন। তবে জেলার নামকরা কলেজ আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ এবার ফলাফল অনেক খারাপ করেছে। এ কলেজ থেকে এবার জিপিএ-৫ পেয়েছে মাত্র ৭ জন। পাসের হার ৭৫.২৫%। অথচ এ কলেজটি এক সময় বোর্ডে মেধা তালিকায় থাকতো। আল-আমিন একাডেমির এমন ফলাফল বিপর্যয়ে হতাশ শিক্ষার্থী এবং অভিভাবকরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়