প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১৯:২৯
মা-বাবাহীন ইসমাইলের আলিম পরীক্ষায় সাফল্য
পড়ালেখা চালিয়ে নিতে সহযোগিতা দরকার

চাঁদপুর পৌরসভার ১২নং ওয়ার্ডস্থ উত্তর গুণরাজদী আল-আমিন এতিমখানা কমপ্লেক্সের ছাত্র মো. ইসমাইল হোসেন এবারের আলিম পরীক্ষায় সাফল্য দেখিয়েছে। সে জিপিএ ৩.৪৩ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
|আরো খবর
ইসমাইল শৈশবেই মা-বাবা দুজনকেই হারিয়েছে। এরপর থেকে সে আল-আমিন এতিমখানায় বসবাস করছে। এতিমখানার পার্শ্ববর্তী আব্দুল ওহাব খলিফা তাকে এনে আল-আমিন এতিমখানায় দ্বিতীয় শ্রেণিতে ভর্তি করান। পরিশ্রম, নিষ্ঠা ও মনোযোগ দিয়ে প্রতিটি শ্রেণিতে ভালো ফলাফল করে এসেছে সে।
ইসমাইল ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে, জুনিয়র দাখিলে (অষ্টম শ্রেণি) এ+ এবং দাখিল পরীক্ষায় এ গ্রেড পেয়েছে। ধারাবাহিকভাবে এবার আলিম পরীক্ষায়ও সে সফলতা ধরে রেখেছে।
ইসমাইলের এই সাফল্যে এতিমখানা পরিবার, শিক্ষক ও এলাকাবাসী গর্বিত। তার ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেছেন সবাই।
এতিমখানার সাধারণ সম্পাদক মাও. মো. আবদুর রহমান গাজী জানান, মো. ইসমাইল হোসেন উচ্চ শিক্ষার জন্যে কারো সাপোর্ট লাগবে। সে এতিমখানায় ছিলো। এখন তার বয়স ১৮'র উপরে। এতিমখানার নীতিমালা অনুযায়ী ছাত্র হিসেবে তাকে আর এতিমখানায় রাখার সুযোগ নেই।