বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১৮:১২

চাঁদপুর সময় চাঁদপুর টাইমস ও মতলবের আলো পরিবারের সাথে মতবিনিময়

মাদক, কিশোর গ্যাং ও চোরের উৎপাত ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে সক্রিয় রয়েছে

--------------পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব

প্রেস বিজ্ঞপ্তি।।
মাদক, কিশোর গ্যাং ও চোরের উৎপাত ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে সক্রিয় রয়েছে

দৈনিক চাঁদপুর সময়, চাঁদপুর টাইমস ও মতলবের আলো পত্রিকার সাংবাদিকদের সাথে জেলা পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর ২০২৫) বিকেলে চাঁদপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, ৫ আগস্টের পর মাদক আর কিশোর গ্যাং যে হারে বেড়েছিলো, এখন আনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। সাংবাদিকদের মাধ্যেমে আমরা অনেক মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং তথ্য পাই। মূলত অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। চাঁদপুরে মাদক ও কিশোর গ্যাং ধরতে এবং চোরের উৎপাত ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে সক্রিয় রয়েছে। আমরা মাদকের বিষয়ে মাদকদ্রব্য ও কারবারি ধরতে ১ হাজার টাকা দেবো এ ঘোষণা দিয়েছি। এ ঘোষণার পর এ পর্যন্ত ৯৬ মামলায় ৯৬ হাজার টাকা দেয়া হয়েছে। তবে মাদক মামলা প্রতিনিয়ত হচ্ছে। আমরা কাউকে ছাড় দিচ্ছি না। শহরে হঠাৎ করে বেড়ে গেছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। তাদের হাতে থাকে ধারালো দেশীয় অস্ত্র। এ সব বিষয়ে আমাদের সন্ধান দিন অথবা সরাসরি আমাকে জানাবেন। আপনাদের লেখনির মাধ্যেমে অনেক তথ্য পাওয়া যায়। শহরের মাদক ও কিশোর গ্যাং ঠেকাতে এবং জনমনে স্বস্তি ফেরাতে এমন উদ্যোগ নিয়েছি, তাদের ধরতে যেনো সহজ হয়। আর শহরে ক্যাবল তার চোরের সংখ্যাও বেড়ে গেছে। বিভিন্ন জায়গায় চুরি বেড়ে গেছে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী মাঠে অবস্থানে রয়েছে। সহযোগিতা করবেন এ বিষয় দেখবো। শহরের যানজট বিষয়ে ট্রাফিক পুলিশ কাজ করছে। চাঁদপুরে মাদক ও কিশোর গ্যাং এবং চোরের বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে আলাপ কালে এসব কথা বলেন জেলা পুলিশ সুপার।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূরা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মো. লুৎফর রহমান ।

বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর সময়, চাঁদপুর টাইমস ও দৈনিক মতলবের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল, দৈনিক চাঁদপুর সময় পত্রিকার প্রধান সম্পাদক এম ফরিদুল ইসলাম উকিল, দৈনিক চাঁদপুর সময় পত্রিকার প্রকাশক মো. এরশাদ খান, দৈনিক মতলবের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কেএম মাসুদ, সাংবাদিক মোসাদ্দেক আল আকিব, দৈনিক চাঁদপুর সময় পত্রিকার বার্তা সম্পাদক আশিক বিন রহিম ও বিশেষ প্রতিনিধি এস আর শাহ আলম।

উপস্থিত ছিলেন চাঁদপুর টাইমস-এর সহকারী বার্তা সম্পাদক আব্দুস সালাম, কচুয়া উপজেলা প্রতিনিধি জিসান আহমেদ নান্নু, দৈনিক চাঁদপুর সময়ের মতলব উত্তর উপজেলা প্রতিনিধি তুহিন ফয়েজ, ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. জসিম উদ্দিন, চাঁদপুর টাইমস হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলাম জয়, দৈনিক চাঁদপুর সময়ের হাজীগঞ্জ প্রতিনিধি মো. হুমায়ুন কবির, শাহরাস্তি উপজেলা প্রতিনিধি হাসান আহমেদ, চাঁদপুর টাইমস শাহরাস্তি উপজেলা প্রতিনিধি মো. জামাল হোসেন, মতলব উত্তর উপজেলা প্রতিনিধি মো. কামাল হোসেন খান, দৈনিক চাঁদপুর সময় মতলব উত্তর উপজেলা প্রতিনিধি মো. সফিকুল ইসলাম রানা, স্টাফ রিপোর্টার মো. মনির হোসেন, মতলব দক্ষিণ উপজেলা প্রতিনিধি পলাশ রায়, মতলব দক্ষিণ উপজেলা প্রতিনিধি মোজাহিদুল ইসলাম, দৈনিক মতলবের আলোর স্টাফ রিপোর্টার ইমতিয়াজ উদ্দিন মাসুদ, ফরিদগঞ্জ প্রতিনিধি মেহেদি হাসান, হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি মনজুর আলম, চাঁদপুর টাইমস-এর স্টাফ রিপোর্টার কবির হোসেন মিজি ও মাজহারুল ইসলাম অনিক।

মতবিনিময় সভায় দৈনিক চাঁদপুর সময়, চাঁদপুর টাইমস এবং দৈনিক মতলবের আলো পত্রিকার জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়