বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ২১:০২

লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী হলেন অ্যাড. ইয়াসিন আরাফাত

আদালত প্রতিবেদক।।
লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী হলেন অ্যাড. ইয়াসিন আরাফাত

চাঁদপুর জেলা লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাড. ইয়াসিন আরাফাত। বুধবার (১৫ অক্টোবর ২০২৫) দুপুরে তাঁকে এ নিয়োগপত্র দেয়া হয়। রোববার (১২ অক্টোবর ২০২৫) চীফ লিগ্যাল এইড অফিসার (বিচারক) এবং সদস্য সচিব, জেলা লিগ্যাল এইড কমিটি, চাঁদপুর সারোয়ার জাহান স্বাক্ষরিত নিয়োগপত্র তাঁকে প্রদান করা হয়। বিগত ২৮/৯/২৫ খ্রি. তারিখে জেলা লিগ্যাল এইড কমিটি চাঁদপুরের মাসিক সভায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার অধীন জেলা লিগ্যাল এইড কমিটি চাঁদপুরের পক্ষে প্যানেলভুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ প্রদান করা হয়। যার স্মারক নং- জেঃ লিঃ এঃ অঃ চাঁদ-৫৯৯।

অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরাম চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে ২০১৬ সালে জয়েন করেন। তিনি সমিতির রেজিস্টারিং অথরিটি সম্পাদক, জেনারেল অডিটরসহ বিভিন্ন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি চাঁদপুর কর আইনজীবী সমিতির উপদেষ্টা ও অডিটর সম্পাদক, চাঁদপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, চাঁদপুর জেলা ফটোজানালিস্ট অ্যাসোসিয়েশনর সভাপতিসহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান, ক্রীড়া সংগঠনসহ সামাজিক কার্যকমে জড়িত রয়েছেন। তিনি যেনো তাঁর উপর দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন এবং মানুষের সেবা করে যেতে পারেন এ জন্যে সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়