বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ২০:৩৩

মসজিদের ইমামকে মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগ!

নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

শাহরাস্তি ব্যুরো।।
মসজিদের ইমামকে মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগ!
শাহরাস্তিতে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মাও. মাসুম বিল্লাহ।

শাহরাস্তিতে স্থানীয় এক মসজিদের ইমামকে ব্যবসা প্রতিষ্ঠানে মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগ করা হয়েছে।বুধবার (১৫ অক্টোবর ২০২৫) বিকেলে শাহরাস্তি উপজেলার স্থানীয় মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলার কাদরা গ্রামের মৃত আ. মতিনের পুত্র মাওলানা মাসুম বিল্লাহ মাদক চক্রের হাত থেকে নিজের এবং পরিবারের নিরাপত্তা চেয়েছেন।

সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, গত ৩ অক্টোবর, ২০২৫ শুক্রবার সন্ধ্যায় কাদরা বাজারস্থ তার দোকান ‘গাউসিয়া গার্মেন্টস’-এ মনোহরগঞ্জ উপজেলা ক্যাম্পের সেনাবাহিনী মাদক সন্দেহে অভিযান চালায়। ঘটনাকালে তিনি দোকানে উপস্থিত ছিলেন না। পরে স্থানীয়দের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, এটি সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক। ঘটনার সত্যতা না পেয়ে যৌথবাহিনী চলে যায়।

তিনি আরও জানান, মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ গ্রামের জমদ্দার বাড়ির বাবলু মিয়ার ছেলে মো. রাহিম সেদিন ক্রেতার ছদ্মবেশে তার দোকানে মাদক রাখার চেষ্টা করেছিলো। এ ঘটনায় মো. রাহিম দীর্ঘ সময় স্থানীয় স্কুল মাঠে অবস্থান করেছিলো। মাওলানা মাসুম অভিযোগ করেন, শিহাব নামে একজন, যিনি গত জুন মাসে অস্ত্র ও মাদকসহ যৌথবাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন, মো. রাহিমসহ কাদরা মিজি বাড়ির হারুনের ছেলে আরিফ, ধোপা বাড়ির এমরান মিয়ার ছেলে হৃদয়সহ আরও ক'জনকে নিয়ে কাদরা বাজারের পূর্ব পাশে হাফিজ উদ্দিন মুন্সি বাড়ির সামনে এ ঘটনার পরিকল্পনা করেছিলো। শিহাব ও তার পিতা নূরুল হকের বিরুদ্ধে পূর্ব থেকে মাদক সংক্রান্ত একাধিক মামলা বিচারাধীন রয়েছে। তিনি বলেন, শিহাব জামিনে মুক্তি পাওয়ার পর তার বিরুদ্ধে ফেসবুকে বিভ্রান্তিকর ও কুরুচিপূর্ণ একাধিক পোস্ট দিয়েছে এবং প্রকাশ্যে 'দেখে নেবে' হুমকি প্রদান করেছে। এছাড়া 'তোমাদের কাদরা' নামে একটি ভুয়া ফেসবুক আইডি থেকেও মানহানিকর পোস্ট প্রচার করা হচ্ছে। বর্তমানে তিনি ও তার পরিবার তীব্র নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং চাঁদপুর জেলা যৌথবাহিনী, পুলিশ সুপার ও উপজেলা প্রশাসনের কাছে জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

মাওলানা মাসুম ইতোমধ্যে মনোহরগঞ্জ সেনা ক্যাম্পে মো. রাহিমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেছেন। এছাড়া শিহাবের বিরুদ্ধে পূর্বে বিভিন্ন সময়ে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের অভিযোগও রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়