প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১৮:১০
ফরিদগঞ্জ পৌরসভার নবাগত ও বিদায়ী প্রশাসকের দায়িত্ব অর্পণ ও গ্রহণ অনুষ্ঠান

ফরিদগঞ্জ পৌরসভার নবাগত পৌর প্রশাসক সেটু কুমার বড়ুয়া দায়িত্ব গ্রহণ করেছেন এবং বিদায়ী পৌর প্রশাসক সুলতানা রাজিয়া দায়িত্ব অর্পণ করেছেন।
|আরো খবর
মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) দুপুরে পৌর নির্বাহী কর্মকর্তা শাহ সুফিয়ান খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী পৌর প্রশাসক ও ইউএনও সুলতানা রাজিয়া, নবাগত পৌর প্রশাসক ও ইউএনও সেটু কুমার বড়ুয়া, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান এবং পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদির।
বিদায়ী ইউএনও সুলতানা রাজিয়া তাঁর বক্তব্যে বলেন, ফরিদগঞ্জ পৌরসভা প্রথম শ্রেণির হলেও উন্নয়ন সেবার দিক থেকে এখনো কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারেনি। তবে চলমান প্রকল্প এবং কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা পেলে অদূর ভবিষ্যতে পৌরসভাটি উন্নত মানের সেবা দিতে সক্ষম হবে। আশা করবো, আমার রেখে যাওয়া কাজগুলো নবাগত পৌর প্রশাসক সুচারুরূপে সম্পন্ন করবেন।
নবাগত ইউএনও ও পৌর প্রশাসক সেটু কুমার বড়ুয়া তাঁর বক্তব্যে বলেন, আমার পূর্ববর্তী স্টেশন ছিলো লক্ষ্মীছড়ি উপজেলা, যেখানে ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছি। সৌভাগ্যক্রমে বিদায়ী ইউএনও স্যারও ফরিদগঞ্জে আসার পূর্বে সেই স্টেশনে দায়িত্ব পালন করেছিলেন। আমি দেখেছি তিনি কীভাবে কাজ করেছেন। আশা করছি, এই স্টেশনেও আমি স্যারের পদাঙ্ক অনুসরণ করতে পারবো। এক্ষেত্রে আপনাদের সার্বিক সহযোগিতা প্রয়োজন হবে।