প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১৮:৪২
শাহরাস্তিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

'সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ' স্লোগানে শাহরাস্তিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
|আরো খবর
দিবসটি উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর ২০২৫) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শাহরাস্তি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা।
সভাশেষে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে ফায়ার সার্ভিসের আয়োজনে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আশেকুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মাকসুদুল আলম, আইসিটি কর্মকর্তা মো.শাহজাহান ও উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের প্রধানগণ, ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।