সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১৮:১৮

কচুয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মো. নাছির উদ্দিন।।
কচুয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
কচুয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বক্তব্য রাখছেন এসি (ল্যান্ড) আবু নাছির।

‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে কচুয়া উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫।

সোমবার (১৩ অক্টোবর ২০২৫ ) বিকেলে কচুয়া উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমিয়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পালন করা হয় ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’। দিবসটি উপলক্ষে শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে একটি র‌্যালি নিয়ে উপজেলার সড়ক ঘুরে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সামনে জনগণের সচেতনতা বৃদ্ধি ও বিপদ মোকাবেলায় সার্বিক প্রস্তুতি জোরদার করার জন্যে সচেতনতামূলক বিভিন্ন প্রদর্শনী উপস্থাপন করেন কচুয়া উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবু নাছির।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. রাকিবুল ইসলামের পরিচালনায় কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিমসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু নাছির বলেন, ১৯৮৯ সাল থেকে জাতিসংঘের উদ্যোগে প্রতি বছর ১৩ অক্টোবর দিনটি পালিত হয়ে আসছে। বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প কিংবা খরাসহ প্রতিটি দুর্যোগ মানবজীবনে মারাত্মক প্রভাব ফেলে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়, যেন বাংলার মানুষকে সচেতন করে দুর্যোগ মোকাবেলায় পূর্ব প্রস্তুতি নেওয়া যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়