সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ২১:১৯

প্রেসক্লাবের আয়োজনে বিদায় সংবর্ধনায় ইউএনও সুলতানা রাজিয়া

ফরিদগঞ্জকে নিজের উপজেলা ভেবেই কাজ করেছি

ফরিদগঞ্জ ব্যুরো।।
ফরিদগঞ্জকে নিজের উপজেলা ভেবেই কাজ করেছি
ফরিদগঞ্জ প্রেসক্লাবের দেয়া বিদায় সংবর্ধনায় ক্রেস্ট গ্রহণ করছেন বিদায়ী ইউএনও সুলতানা রাজিয়া।

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুলতানা রাজিয়াকে ফরিদগঞ্জ প্রেসক্লাব বদলিজনিত বিদায় সংবর্ধনা দিয়েছে। রোববার (১২ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশীদ পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় আয়োজিত সংবর্ধনার জবাবে বিদায়ী ইউএনও তাঁর বক্তব্যে বলেন, এ উপজেলায় যোগদানের পর থেকেই মানুষের খুব কাছে থেকে কাজ করার সুযোগ পেয়েছি। আমি নিজেও ফরিদগঞ্জকে নিজের উপজেলা ভেবেই কাজ করেছি। এখানকার মানুষের সঙ্গে আত্মার বন্ধন তৈরি হয়েছে। সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতে বিভিন্ন মিডিয়ায় কর্মরত এ উপজেলার সাংবাদিক ভাইয়েরা সর্বাত্মক সহযোগিতা করেছেন। তাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে উপজেলায় অনেক ভাল কাজ করতে পেরেছি। আশা করছি আমার উত্তরসূরি এই ধারা অব্যাহত রাখবেন।

উল্লেখ্য, সুলতানা রাজিয়া পরবর্তী পদায়নে এডিসি হিসেবে কুমিল্লা জেলায় যোগদান করবেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক সহকারী অধ্যাপক মহিউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, আব্দুস সোবহান লিটন, সহ-সভাপতি মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক শাকিল মুশফিক ও সাহিত্য বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া।

উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক এসএম ইকবাল, সহকারী অর্থ সম্পাদক রুহুল আমিন খান স্বপন, প্রচার সম্পাদক আনিছুর রহমান, প্রকাশনা ও আইসিটি সম্পাদক গাজী মমিন, সাংস্কৃতিক সম্পাদক তাপস চক্রবর্তী, সমাজকল্যাণ সম্পাদক মো. জসিম উদ্দিন, সদস্য শিমুল হাসান, এসএম মিজানুর রহমান, আব্দুল কাদের, ফখরুল পাঠান, শামীম হাছান, আমান উল্লাহ খান ফারাবী, এফএ মানিক প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়