রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ২১:৫৮

তাকওয়া মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া ও মেধা বৃত্তি প্রদান

স্টাফ রিপোর্টার।।
তাকওয়া মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া ও মেধা বৃত্তি প্রদান
চাঁদপুর সদর উপজেলার বহরিয়া বাজার সংলগ্ন তাকওয়া মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া পুরস্কার ও মেধা বৃত্তি সনদ বিতরণ করছেন চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম শরীফ।

চাঁদপুর সদর উপজেলার বহরিয়া বাজার সংলগ্ন তাকওয়া মডেল একাডেমিতে শনিবার (১১ অক্টোবর ২০২৫) সকালে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরণ ও মেধা বৃত্তি সনদ প্রদান অনুষ্ঠান। রঙ্গিন সাজে সেজেছিল পুরো মাঠ, শিক্ষার্থী আর অভিভাবকদের ভিড়ে মুখর ছিলো অনুষ্ঠান প্রাঙ্গণ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম শরীফ। তিনি তাঁর বক্তব্যে বলেন, শুধু ভালো ছাত্র হলেই হবে না, আগে হতে হবে একজন ভালো মানুষ। শিক্ষকদের দায়িত্ব হলো ছাত্র-ছাত্রীদের মাঝে মানবিক গুণাবলির বিকাশ ঘটানো। তাঁর মতে, লেখাপড়া জানলেই কেউ ভালো মানুষ হয় না, বরং পরিবার থেকেই শেখা উচিত মায়া, শ্রদ্ধা আর মূল্যবোধ। আর এই শিক্ষার শুরু হয় মায়ের কাছ থেকে। তাই মায়েদের ভূমিকা সর্বাগ্রে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষানুরাগী ও ব্যবসায়ী শরীফ মো. আশরাফুল হক। পুরস্কার বিতরণের আগে অতিথির হাতে ক্রেস্ট তুলে দেন একাডেমির শিক্ষকবৃন্দ। এরপর প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা মেধা তালিকায় শীর্ষস্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন। উচ্ছ্বাসে ভরে উঠে শিশুদের মুখ, আনন্দে কাঁপে তাকওয়া মডেল একাডেমির মাঠ। এই সুন্দর আয়োজনে পৃষ্ঠপোষকতা করে চাঁদপুর তাকওয়া ডায়াগনস্টিক সেন্টার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়