রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ২১:৪৯

মতলব উত্তরে জনসভায় ড. জালাল উদ্দিন

বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে বিভেদ ও দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

মাহবুব আলম লাভলু॥
বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে বিভেদ ও দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
মতলব উত্তরের ছেংগারচরে মাঠে বিএনপির জনসভায় বক্তব্য রাখছেন ড. মোহাম্মদ জালাল উদ্দিন।

চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনের সম্ভাব্য প্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, প্রতিটি আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকতেই পারে, তবে সার্বিক বিবেচনায় দল একজনকেই মনোনয়ন দেবে এটাই স্বাভাবিক। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে বিভেদ ও দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলে আমরা কোনো বিশৃঙ্খলা চাই না। আমরা যেহেতু দল করি, তাই আমাদের দলের নেতা তারেক রহমানের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবো।

শনিবার (১১ অক্টোবর ২০২৫) বিকেলে ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমরা নিয়মিত উঠোন-বৈঠক ও বাড়ি বাড়ি গিয়ে মা-বোনদের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের সালাম পৌঁছে দিচ্ছি। আমাদের প্রিয় ও আপসহীন নেত্রী খালেদা জিয়ার সালাম পৌঁছে দিচ্ছি। আপনারা যারা বৈরি আবহাওয়া উপেক্ষা করে জনসভায় উপস্থিত হয়েছেন আপনারা সবাই বাড়ি বাড়ি গিয়ে আগামীদিনের রাষ্ট্র নায়ক তারেক রহমানের সালাম পৌঁছে দিবেন। তিনি বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন। এই নির্বাচন আর আগের মতো হবে না। এই নির্বাচন রাতে নয় দিনে হবে। ভোটারেরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবে।

ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দেশ স্বৈরাচার মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান বলেছেন, সাধারণ মানুষ নিজের ভোট নিজে দিবে যাকে খুশি তাকে দিবে। এক্ষেত্রে ভোটটা বিএনপিকেই দিতে হবে এমনটা নয়। তাহলে ফ্যাসিস্ট সরকারের সাথে আমাদের পার্থক্য কী? সাধারণ মানুষের কাছে যান, তাদের ভালোবাসা অর্জন করুন, যাতে সাধারণ মানুষের ভোট বরাবরের মতো আমরাই পাই, ধানের শীষেই পাই।

ছেংগারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধানের সঞ্চালনায় জনসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধান ও আব্দুল গনি তপাদার, ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী, উপজেলা হিন্দু সম্প্রদায়ের অন্যতম নেতা বলরাম গোস্বামী, উপজেলা মহিলা দলের সভাপতি ফারজানা সরকার, সমাজসেবক মাওলানা ড. আব্দুল মান্নান, আব্দুল হালিম মাস্টার প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়