রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ২১:৩৪

চাঁদপুর সদর আসনে কমিউনিস্ট পার্টির প্রার্থী কমরেড জাহাঙ্গীর হোসেন

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
চাঁদপুর সদর আসনে কমিউনিস্ট পার্টির প্রার্থী কমরেড জাহাঙ্গীর হোসেন

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে কমিউনিস্ট পার্টির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হচ্ছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার ও চাঁদপুর জেলা কমিটির সভাপতি কমরেড জাহাঙ্গীর হোসেন। শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) জেলা কমিটির সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয় এবং এ প্রস্তাব কেন্দ্রে পাঠানো হয়। দলীয় সূত্র এ তথ্য নিশ্চিত করে।

জাহাঙ্গীর হোসেন ছাত্রজীবন থেকেই ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হন। তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চাঁদপুর জেলা সভাপতির দায়িত্ব পালন করেন। ছাত্রত্ব শেষ করে বাংলাদেশ যুব ইউনিয়নের জেলা সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। পেশা জীবনে তিনি শিক্ষকতায় আছেন। তিনি বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি এ সংগঠনের চাঁদপুর জেলা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। জাহাঙ্গীর হোসেন কৈশোরকাল থেকেই লেখালেখি ও নাটকের সাথে সম্পৃক্ত হন। এক পর্যায়ে তার ঐকাম্তিক প্রচেষ্টায় জাগরণ সাংস্কৃতিক কেন্দ্র ও চাঁদপুর লেখক পরিষদ প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি উভয় সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চাঁদপুর জেলা সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধের বিজয় মেলা, চাঁদপুর-এর যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করেন। তিনি সাহিত্য একাডেমী, চাঁদপুর-এর এডহক কমিটির সাবেক সদস্য। জানা যায়, এ পর্যন্ত কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে কেউ চাঁদপুরে সংসদ সদস্য প্রার্থী হননি। প্রগতিশীল নেতা জাহাঙ্গীর হোসেন গণঅভ্যুত্থানের কয়েক দিন আগে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীর নির্বাচনের দাবিতে ৩৬টি সংগঠনের নেতৃবৃন্দের স্বাক্ষরযুক্ত স্মারকলিপি তার নেতৃত্বেই জেলা প্রশাসককে প্রদান করেন। জেলা শিল্পকলা একাডেমী জুলাই অভ্যুত্থানের দিন বিক্ষুব্ধরা ভাংচুর ও অগ্নিসংযোগ করে থাকে। শিল্পকলা একাডেমী দ্রুত সংস্কার করে স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে সাংস্কৃতিক সংগঠনগুলোর নেতৃবৃন্দকে নিয়ে চাঁদপুর জেলা প্রশাসককে স্মারকলিপিটিও তার নেতৃত্বে প্রদান করা হয়। এ দুটো কর্মসূচি করতে তিনিই প্রধান ভূমিকা পালন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়