প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১৯:০১
সভাপতি হেলাল সম্পাদক মাহমুদুল
ছাত্র হিযবুল্লাহর নতুন জেলা কমিটি গঠন

বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ চাঁদপুর জেলা শাখার নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. হেলাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহমুদুল হাসান।
|আরো খবর
শনিবার (৪ অক্টোবর ২০২৫) বিকেলে চাঁদপুর শহরের তরপুরচণ্ডী এলাকাস্থ মির্জাপুর খানকায়ে ছালেহিয়া মোহেব্বীয়া কমপ্লেক্সে আয়োজিত দুদিনব্যাপী কর্মী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে কেন্দ্রীয় সভাপতি মুফতি মুহাম্মদ শামছুল আলম মোহেব্বী এ কমিটি ঘোষণা করেন।
ঘোষিত ৪১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ।
কমিটি ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি মো. হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, আমরা চাঁদপুর জেলায় ছাত্র হিযবুল্লাহর সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করে তুলতে কাজ করতে সকলের দোয়া চাই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ সংগঠনের কর্মী-সমর্থকরা। শেষে নবনির্বাচিতদের জন্যে দোয়া ও মোনাজাত করেন জেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মাও. মো. সাইফুদ্দিন খন্দকার।