প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০০:০৯
চাঁদপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হচ্ছে
..জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কচুয়ায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন ও পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম।
|আরো খবর
বুধবার (১ অক্টোবর ২০২৫) বিকেলে ঐতিহ্যবাহী কোয়া পোদ্দার বাড়ি সার্বজনীন পূজা মণ্ডপ, কোয়া শ্রী শ্রী সার্বজনীন পূজা মণ্ডপ, কড়ইয়া সার্বজনীন পূজা মণ্ডপসহ বেশ ক'টি মণ্ডপ পরিদর্শন করেন। এসব পূজা মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চাঁদপুর সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লে. কর্নেল মো. মোয়াজ্জেম হোসেন, ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরী, সহকারী কমিশনার মো. আবু নাছির, কচুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী, কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলাম, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তমাল ঘোষ, উপজেলা ইঞ্জিনিয়ার আব্দুল আলীম লিটন, সমাজসেবা কর্মকর্তা মো. নাহিদ ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ফনী ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র সাহা, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ পোদ্দার, স্ব স্ব মন্দির কমিটির সভাপতি, সম্পাদকবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে পূজার সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। পূজা মণ্ডপে আইনশৃঙ্খলার কাজে নিয়োজিত সদস্যদের সাথে কথা বলেন। তিনি বলেন, পূজা মণ্ডপগুলোতে সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্যে উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে। প্রতিটি মণ্ডপের নিরাপত্তায় পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। এ বছর চাঁদপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হচ্ছে। কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। আশা করি হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘ্নেই পূজা উদযাপন করতে পারবেন।