প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২২:০৭
বালিথুবায় যুবদলের পূর্ণাঙ্গ ইউনিয়ন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল

ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা ইউনিয়ন যুবদলের নবগঠিত ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে এবং উপজেলা যুবদলের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে ইউনিয়নের বালিথুবা বাজারে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
রোববার (২৮ সেপ্টেম্বর, ২০২৫) বিকেলে ইউনিয়নের বালিথুবা বাজারের পূর্ব মাথা থেকে শুরু করে মিছিলটি বালিথুবা বাজারের বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ শেষে বাজারের ব্রিজের কাছে এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন নবগঠিত যুবদলের পূর্ণাঙ্গ কমিটির সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়াজী, সিনিয়র সহ-সভাপতি মো. নাজমুল কবির খান, সাধারণ সম্পাদক মো. কাউছার আলম তালুকদার ও সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম তালুকদার। মিছিলে অংশ নেন নবগঠিত ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, মো. হোসেন ঢালী, সহ-সভাপতি মো. কামাল মিজি, মো. মানিক হোসেন, নাজমুল তালুকদার, সহ-দপ্তর সম্পাদক মো. কবির মিজি, ওমর ফারুক, সহ-দপ্তর সম্পাদক মহসিন তালুকদার, যুবদল নেতা জাকির হোসেন মিয়াজীসহ বিভিন্ন ওয়ার্ড থেকে পাঁচ শতাধিক যুবদলের নেতাকর্মী ও সমর্থক। মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে মিছিলে নেতৃত্বদানকারী সকলে উপজেলা যুবদলকে সুন্দর এই কমিটি দেয়ার জন্যে অভিনন্দন জানান।