শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:২২

ফার্মেসিতে অবৈধ ঔষধ

ইউনাইটেড হাসপাতাল মালিকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মামলা

চৌধুরী ইয়াসিন ইকরাম।।
ইউনাইটেড হাসপাতাল মালিকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মামলা

চাঁদপুর শহরের তালতলায় দি ইউনাইটেড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার নামীয় হাসপাতাল ভবনের নিচতলায় দি ইউনাইটেড ফার্মেসীতে অবৈধভাবে ওষুধ সংরক্ষণের অপরাধে মালিক পক্ষের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মাদকদ্রব্য উদ্ধারে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে।

অভিযানে অংশ নেন চাঁদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল হাসান ফয়সাল, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রণি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মু. মিজানুর রহমান এবং সদর মডেল থানার একদল পুলিশ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে এসব তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মু. মিজানুর রহমান।

তিনি বলেন, অভিযানকালে ওই ফার্মেসীতে তিনটি ঔষধের প্যাকেটে ন্যালবান, প্রতিটি প্যাকেটে ১৫টি অ্যাম্পুল, প্রতিটি কাচের অ্যাম্পুল ২ এমএল করে ৩০ এমএল ও লুজ অবস্থায় একটি কাঁচের অ্যাম্পুল ২ এমএল ন্যালবান। সর্বমোট ৩২ এমএল উদ্ধার করা হয়।

এ ঘটনায় বুধবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক তাজুল ইসলাম বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

মামলার আসামীরা হলেন : তালতলা জননী ভিলার আব্দুল মান্নান পাটওয়ারীর স্ত্রী সুলতানা আক্তার সেতু এবং মৃত নূর মোহাম্মদের ছেলে মো. আবদুল মালেক কিরণ। এ আসামীরা পলাতক রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়