প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ২১:২৭
মতলব দক্ষিণে নবগঠিত ছাত্রদলের কমিটি ঘোষণা করায় কেন্দ্রীয় ও জেলা ছাত্রদলকে শুভেচ্ছা জানিয়ে স্বাগত মিছিল

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ককে ভারপ্রাপ্ত আহ্বায়ক ও মতলব সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটিসহ উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটি ঘোষণা করায় কেন্দ্রীয় ও চাঁদপুর জেলা ছাত্রদলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে স্বাগত মিছিল করা হয়। শনিবার (৩০ আগস্ট ২০২৫) বিকেলে মতলব দক্ষিণ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে নবগঠিত কমিটিসহ ছাত্রদলের নেতৃবৃন্দ এ স্বাগত মিছিল বের করে।
মিছিলটি মতলব সরকারি কলেজ গেট হতে শুরু হয়ে মতলব শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এন.এ.এম. টাওয়ারের সম্মুখে সমাপ্ত হয়। পরে আলোচনা সভায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মো. জুয়েল হোসাইনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নবীর হোসেন বাবু ও পৌর ছাত্রদল নেতা মো. ফয়সাল খন্দকারের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিফাত, মতলব সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. তামজীদ আহম্মেদ, নারায়ণপুর কলেজ ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম হিরা, মতলব সরকারি কলেজের যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম, মো. শাওন, মতলব দারুল উলুম ফাজিল মাদ্রাসার সভাপতি জাহিদ হাসান সুমন, সাধারণ সম্পাদক তানভীর হোসেন উজ্জ্বল, ঘোড়াধারী মাদ্রাসার সভাপতি মুরসালিন খান, মতলব সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জোবায়ের হোসেন, পৌর ছাত্রদল নেতা দীপু আহম্মেদ মিয়াজী, নুরুজ্জামান সরকার রজিব, ফরহাদ হোসাইন, ইয়াছিন আরাফাত শুভ, আসিফ প্রধান, নুরে আলম প্রমুখ।