প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ১৫:০২
সাপের দংশনে পাঁচ সন্তানের জননীর মৃত্যু

মতলব দক্ষিণ উপজেলায় বিষধর কোবরা সাপের দংশনে রানু বেগম (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
|আরো খবর
জানা যায়, শুক্রবার (১ আগষ্ট) রাতে উপাধি উত্তর ইউনিয়নের উপাধি গ্রামের প্রধানীয়া বাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। নিহত গৃহবধূ ওই গ্রামের মৃত ইদ্রিস আলী খানের স্ত্রী।
নিহতের মেয়ে নাছিমা বলেন, আমার ভাইয়ের মেয়ে (নিহতের নাতনি) শুক্রবার রাত ১০ টার দিকে আঙ্গুর খাওয়ার সময় একটা আঙ্গুর ফল হাত থেকে পড়ে খাটের নিচে চলে যায়। সেই আঙ্গুর ফলটা আমার মা রানু বেগম খাটের নিচ থেকে আনতে গেলে কোবরা সাপ তাকে দংশন করে। ওই সময় গুরুতর আহত অবস্থায় আমার মাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেশী আবদুল মতিন বলেন, হাসপাতালে নেওয়ার পথেই সাপে কাটা রানু বেগম মারা যান। শনিবার (২ আগস্ট ২০২৫) সকাল ৯টায় জানাজা শেষে তাকে দাফন করা হয়। সে চার মেয়ে ও এক ছেলে সন্তানের জননী ছিলো। তার স্বামী ৩ বছর পূর্বে মৃত্যুবরণ করেন।