মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ১৬:৪২

দুর্নীতিবিরোধী বিতর্কে ফরিদগঞ্জ উপজেলায় চ্যাম্পিয়ন এ আর পাইলট

শামীম হাসান।।
দুর্নীতিবিরোধী বিতর্কে ফরিদগঞ্জ উপজেলায় চ্যাম্পিয়ন এ আর পাইলট

'দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা' এমন স্লোগান নিয়ে চাঁদপুর জেলা দুর্নীতি দমন কমিশনের আয়োজনে অনুষ্ঠিত দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় ফরিদগঞ্জ উপজেলায় চ্যাম্পিয়ন হয়েছে আবিদুর রেজা (এআর) পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়।

সোমবার (২৮ জুলাই ২০২৫) সকাল থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উপজেলা পর্যায়ের ফাইনালে প্রত্যাশী রুস্তম আলী উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়নে হয়েছে এআর পাইলট উচ্চ বিদ্যালয়ের বিতর্ক দল। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন রওশন ইসলাম তানিয়া।

ফরিদগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হিতেশ চন্দ্র শর্মার পরিচালনায় মাসব্যাপী ১৬টি দলের অংশগ্রহণে চারটি ভেন্যুতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফাইনাল বিতর্ক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুল আওয়াল পাটওয়ারী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা দুদকের উপ-সহকারী পরিচালক তাপছির বিল্লাহ্ ও সহকারী পরিদর্শক অভিজিৎ দে। বিজয়ী ও রানারআপ দলের বিতার্কিকদের হাতে বই, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়