রবিবার, ২৭ জুলাই, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১৭:৩৩

মাদকের কুফল বিষয়ে শিক্ষার্থীদের সাথে সচেতনতামূলক আলোচনা সভা

এম এ গাফফার ॥
মাদকের কুফল বিষয়ে শিক্ষার্থীদের সাথে সচেতনতামূলক আলোচনা সভা

মাদকের ভয়াল থাবা থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে চাঁদপুরে অনুষ্ঠিত হলো সচেতনতামূলক আলোচনা সভা। রোববার (২৭ জুলাই ২০২৫) চাঁদপুর সদর উপজেলার এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ে মাদকের কুফল ও ক্ষতিকর প্রভাব নিয়ে এ সভার আয়োজন করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর-এর সহকারী পরিচালক মো. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় আয়োজিত এ সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অধিদপ্তরের পরিদর্শক মো. আহসান হাবীব। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মাদক শুধু ব্যক্তি নয়, পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। তাই এই ভয়াবহ নেশা থেকে দূরে থাকতে হবে এবং অন্যদেরও সচেতন করতে হবে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন পাটোয়ারী এবং অন্য শিক্ষকবৃন্দ। তারা মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানসিক দৃঢ়তা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে মাদকের কুফল সম্বলিত স্টিকার ও লিফলেট বিতরণ করা হয়। এতে শিক্ষার্থীদের মাঝে মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি পায় এবং তারা অঙ্গীকার করেন, মাদকমুক্ত সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখবেন।

স্থানীয় পর্যায়ে মাদকের বিরুদ্ধে এমন কার্যক্রম প্রশংসিত হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়